ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কেনিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩৬ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
কেনিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩৬ শ্রমিক নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: কেনিয়ার উত্তরাঞ্চলীয় মান্দিরায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৩৬ শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।



মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম জানায়, মান্দিরার একটি পাথর খনিতে ২০ জন অজ্ঞাত বন্দুকধারী হামলা চালায়। এ সময় তারা অনেককে পেছন থেকে গুলি করে হত্যা করে। এছাড়া অনেকের ঘাড় থেকে মাথা আলাদা করে হত্যা করা হয় বলেও জানায় সংবাদমাধ্যম।

খনিটি শহর থেকে একটু দূরে অবস্থিত। হত্যার আগে বন্দুকধারীরা তাদের ঘুম থেকে উঠিয়ে নিয়ে যায়। নিহতরা সবাই অমুসলিম বলে জানা গেছে।

এর আগে গত ২২ নভেম্বর একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ২৮ অমুসলিম নাগরিককে হত্যা করে দুর্বৃত্তরা। সোমালিয়ার জঙ্গি গ্রুপ আল-শাবাব ওই হামলার দায় স্বীকার করে।

তবে মঙ্গলবারের হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।