ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ইয়েমেনে মার্কিন সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
ইয়েমেনে মার্কিন সাংবাদিক নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনে ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন ফটোসাংবাদিক নিহত হয়েছেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে ইয়েমেনের রাজধানী সানা থেকে লুক সমার্স (৩৩) অপহৃত হন।

সেই থেকে তিনি ইয়েমেনের আল-কায়েদার হাতে বন্দি ছিলেন। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের কমান্ডো তাকে উদ্ধারে অভিযানে নামলে তিনি গুলিতে নিহত হন।

তার বোন লুসি সমার্স বার্তা সংস্থা এপি’কে জানায়, এফবিআই কর্মকর্তাদের গুলিতে তার ভাই নিহত হয়েছেন। এটি ছিল এক ব্যর্থ অভিযান।

তবে ওয়াশিংটন বা সানার কর্মকর্তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে ডেইলি মেইল জানায়, জঙ্গিদের গুলিতেই লুক সমার্স নিহত হয়েছেন। মার্কিন কমান্ডোরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নৌ-বাহিনীর জাহাজে নিয়ে গেলে তিনি মারা যান।  

এর মাত্র কয়েকদিন আগে আল-কায়েদা এক ভিডিও বার্তায় ৩৩ বছর বয়সী সমার্সকে মেরে ফেলার হুমকি দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।