ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হ্যাগুপিটে বিপর্যস্ত ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
হ্যাগুপিটে বিপর্যস্ত ফিলিপাইন

ঢাকা: বছরখানেক আগে আঘাত করা হাইয়ানের ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই এবার ঘূর্ণিঝড় হ্যাগুপিটের আঘাত সামলাতে হচ্ছে প্রশান্ত মহাসাগর বুকের দ্বীপরাষ্ট্র ফিলিপাইনকে।

শনিবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঘণ্টায় সর্বোচ্চ ২১০ কিলোমিটার থেকে ক্রমে দুর্বল হয়ে ১৭৫ কিলোমিটার গতিবেগে দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি এখন সেখানেই ঘুরপাক খাচ্ছে।



রোববার (০৭ ডিসেম্বর) আন্তর্জাতিক সময় সকাল ৭টা পর্যন্ত ঘূর্ণিঝড়টি পূর্বাঞ্চলেই ঘুরপাক খেতে থাকায় এর গতিপ্রকৃতি নিয়ে ঘোরে রয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, সোমবার (০৮ ডিসেম্বর) আন্তর্জাতিক সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত হ্যাগুপিটের ব্যাপারে কোনো স্পষ্ট আভাস দেওযা যাচ্ছে না।

এদিকে হ্যাগুপিটের প্রভাবে সৃষ্ট প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাত বিপর্যস্ত করে দিয়েছে দেশটির পূর্বাঞ্চলের সামার প্রদেশ ও তৎসংলগ্ন এলাকা।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, হ্যাগুপিটের ব্যাপারে আবহাওয়া অধিদফতর যতো বেশি মাত্রায় সতর্কতা দিয়েছিল, ততটা শক্তি নিয়ে এটি আঘাত করছে না।

তাছাড়া, গত বছর হাইয়ানের আঘাতে দশ হাজারেরও বেশি লোকের প্রাণহানি হওয়ায় এবার হ্যাগুপিট চোখ রাঙালে আগেই সতর্ক হয়ে যায় স্থানীয় বাসিন্দারা। প্রায় পাঁচ লাখ লোক ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে প্রশাসন নির্ধারিত নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যায়। এ কারণে অনেক বেশি ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

তারপরও ঘূর্ণিঝড়ে দু’জনের প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, হাইয়ানের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল ঘূর্ণিঝড়টির আঘাতে প্রশান্ত মহাসাগর বুকের দ্বীপরাষ্ট্রটির পূর্বাঞ্চল বিদ্যুৎ-গ্যাস সংযোগহীন হয়ে পড়েছে। সড়ক-মহাসড়কে উপড়ে পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। এছাড়া, প্রবল ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিপাতে (২৪ ঘণ্টায় ৩৯৬ মিলিমিটার) অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। প্রচণ্ড বাতাস বাড়ি-ঘরের টিনের ছাউনি কয়েকশ’ গজ দূরে নিয়ে ফেলেছে।

তবে, ঘূর্ণিঝড় পরবর্তী বিপর্যয় মোকাবেলায় সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে দেশটির সেনাবাহিনীর লাখোধিক সদস্যসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।