ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কর্মমগ্ন বৈঠকে গেমমগ্ন ব্রিটিশ এমপি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
কর্মমগ্ন বৈঠকে গেমমগ্ন ব্রিটিশ এমপি!

ঢাকা: অন্য সংসদ সদস্যরা কতো গুরুত্বসহকারে আলোচনা সারছেন, একটি বর্ণও মিস দিচ্ছেন না, যদি আলোচনাটি অগুরুত্বপূর্ণ হয়ে যায় নিজের কাছে। অথচ ঠিক সেই মুহূর্তেই ক্যান্ডি ক্র্যাশ গেমসে মগ্ন দেখা গেল ব্রিটিশ সংসদের এক সদস্যকে।



সংসদীয় কমিটির বৈঠকে এমন কাণ্ড ঘটিয়ে বিতর্কের পাত্র হওয়া এমপিটি হলেন কনজারভেটিভ পার্টির নাইজেল মিলস। ২০১০ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

মিলসের সংসদের বৈঠক ফাঁকির অভিযোগ তুলে সংবাদমাধ্যম জানায়, ওয়ার্ক ও পেনশন কমিটির বৈঠক চলাকালে তিনি আইপ্যাডে ক্যান্ডি ক্রাশ খেলায় মগ্ন হয়ে পড়েন। বিষয়টি সতীর্থদের চোখে ধরা না পড়লেও মিলস ধরা পড়ে যান ক্লোজ সার্কিট ক্যামেরায়।

অবশ্য অকপটে সংসদ-ফাঁকির কথা স্বীকার করেছেন নাইজেল। তিনি বলেন, আমি গেম খেললেও বৈঠকে পুরোপুরি মনোযোগ ছিল। বৈঠকে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি।

তবে ভবিষ্যতে এ ধরনের ‍কাজ করা থেকে বিরত থাকবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।