ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কান্দাহারে পুলিশ সদর দপ্তরে হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
কান্দাহারে পুলিশ সদর দপ্তরে হামলায় নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের কান্দাহারে পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুলিশ সদস্য ও চারজন
বেসামরিক নাগরিক রয়েছেন।



ডন অনলাইন জানায়, পুলিশের পোশাক পরিহিত হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে কান্দাহারের মাইওয়েন্ড জেলায় পুলিশ দপ্তরে হামলা চালায়। সেখানে পুলিশ বাধা দিলে বন্দুকযুদ্ধ শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ চলে। একপর্যায়ে হামলাকারী নিহত হয়।

দক্ষিণ আফগানিস্তানের তালেবানের মুখপাত্র কাদরি ইউসুফ আহমাদি হামলার কথা স্বীকার করেছেন।

দীর্ঘ ১৩ বছরের আফগানিস্তান যুদ্ধের মধ্যে এটিই সবচেয়ে রক্তক্ষয়ী বছর। এ বছরের  প্রতিদিনই আফগানিস্তানের কোথাও না কোথাও একাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।