ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

হংকং

গ্রেফতারের পর ‘অ্যাপল ডেইলি’র সম্পাদকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
গ্রেফতারের পর ‘অ্যাপল ডেইলি’র সম্পাদকের পদত্যাগ ছবি: সংগৃহীত

ঢাকা: হংকংয়ের জনপ্রিয় দৈনিক অ্যাপল ডেইলির সম্পাদক জিমি লাইকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বেইজিংয়ের কট্টর সমালোচক হিসেবে পরিচিত।

গ্রেফতার পর তিনি সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ান।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, হংকংয়ে চীনা নীতির প্রতিবাদে চলমান গণতন্ত্রপন্থি আন্দোলনের সমর্থক হিসেবে পরিচিত তিনি। ১৯৯৭ সালে হংকং চীনের কমিউনিস্ট
পার্টির নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অর্থ সহায়তা দিয়ে আসছিলেন এই ‘মিডিয়া টাইকুন’।

এদিকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হংকং পুলিশ কমপক্ষে ২৫০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে। অধিকাংশ বিক্ষোভস্থল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে।

এর মাধ্যমে চীন-নিয়ন্ত্রিত শহরটিতে দুই মাসেরও বেশি সময় ধরা আন্দোলনের পরিসমাপ্তি ঘটল।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।