ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জোড়া বিস্ফোরণে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
নাইজেরিয়ায় জোড়া বিস্ফোরণে নিহত ৪০

ঢাকা: নাইজেরিয়ায় দুটি বোমা বিস্ফোরণের কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। বৃস্পতিবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির জোস শহরের একটি বাস স্টেশনের কাছে এ হামলা হয়।



শুক্রবার (১২ ডিসেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।  

ঘটনার প্রত্যক্ষদর্শী তানকো মোহাম্মদ বলেন, হঠাৎ আমি আলোর ঝলকানি দেখলাম এবং সঙ্গে সঙ্গেই বোমার বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। এরপর বাকিটা ধ্বংসস্তূপ আর লাশের দৃশ্য।

তবে এ বিষয়ে নাইজেরিয়ান নিরাপত্তা কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।