ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন অবরোধে পাল্টা জবাব: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
মার্কিন অবরোধে পাল্টা জবাব: রাশিয়া

ঢাকা: মার্কিন অবরোধের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। ওয়াশিংটন নতুন করে কোনো অবরোধ দিলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে মস্কো।



রাশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রেবকোভ এ হুঁশিয়ারি দেন। শনিবার রাশিয়ার বেসরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে মার্কিন ও পশ্চিমারা অবরোধ দিলেই মোক্ষম জবাব দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেট ও হাউজ অব রিপ্রেজেনটেটিভে সর্বসম্মতিক্রমে ইউক্রেনের স্বাধীনতায় সাহায্যে ‘ইউক্রেন ফ্রিডম সাপোর্ট অ্যাক্ট’ বিল পাস হয়। এর ফলে রাশিয়ার অস্ত্র কোম্পানিগুলো নতুন করে অবরোধের মুখে পড়বে। সেই সঙ্গে হাই-টেক অয়েল প্রজেক্টে বিনিয়োগকারীরাও অবরোধের মধ্যে আসবে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এখনও বিলটিতে স্বাক্ষর করেননি। তিনি স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।