ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ড্রোনে ৮ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
পাকিস্তানে ড্রোনে ৮ জঙ্গি নিহত

ঢাকা: পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত অঞ্চল খাইবার এজেন্সি সীমান্তের জিরো লাইনের কাছে মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ৮ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

এর সবাই তেহরিক-ই-তালেবানের (টিটিপি সদস্য। )

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ডন অনলাইন জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী নাজিয়ান জেলার জঙ্গিরা পরিকল্পিতভাবে পেশোয়ারে স্কুলে হামলা চালায়। হামলায় শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৪০ জনের বেশি নিহত হয়।

পাকিস্তানের নিরাপত্তা কর্মীরাও স্থলপথে খাইবার এজেন্সি এলাকায় হামলা শুরু করেছে। পেশোয়ারে হামলার পর আকাশ ও স্থল উভয়পথেই হামলা বৃদ্ধি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।