ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কুয়াশায় দিল্লির ফ্লাইট-ট্রেন সূচিতে বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
কুয়াশায় দিল্লির ফ্লাইট-ট্রেন সূচিতে বিপর্যয়

ঢাকা: ঘন কুয়াশার কারণে ভারতের রাজধানী নয়াদিল্লি অভিমুখী ও বহির্মুখী উড়োজাহাজ ফ্লাইট ও ট্রেনের সময়সূচিতে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

কুয়াশার কারণে ফ্লাইট ও ট্রেন পরিচালনা দুঃসাধ্য হয়ে ওঠায় দিল্লি বিমানবন্দরের ১৬টি ফ্লাইট বিলম্বিত হয়েছে, বাতিল করা হয়েছে দু’টি ফ্লাইট।

এছাড়া, বিলম্বিত হয়েছে অর্ধশতাধিক ট্রেন সূচি। স্বাভাবিক যান চলাচলও পড়েছে বাধার মুখে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ১৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও সর্বোচ্চ একই ধরনের তাপমাত্রা বিরাজ করতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৫ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় আবহাওয়া অধিদফতর জানায়, তাপমাত্রার এই নিম্নমুখিতা আগামী ক’দিনেও অব্যাহত থাকবে, তাই বলাই যাচ্ছে দিল্লিজুড়ে বিশেষত এর উত্তরাঞ্চলে তীব্র শীত অব্যাহত থাকছে।

ঘন কুয়াশার কারণে পরের ক’দিনেও ফ্লাইট ও ট্রেন সূচিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে দিল্লিতে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র। তাই শীতের প্রকোপ থেকে বাঁচতে নাগরিকদের সতর্ক থাকতে বলেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।