ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নরম্যান আটলান্টিকে আগুন, দুই আলবেনীয় উদ্ধারকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
নরম্যান আটলান্টিকে আগুন, দুই আলবেনীয় উদ্ধারকারী নিহত

ঢাকা: অ্যাড্রিয়াটিক সাগরে অগ্নিকববলিত নরম্যান আটলান্টিক যাত্রীবাহী জাহাজে উদ্ধার তৎপরতা চালানোর সময় দুই আলবেনীয় নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



রোববার অগ্নিকবলিত হয় ইতালির পতাকাবাহী জাহাজ নরম্যান আটলান্টিক। জাহাজটি গ্রিসের পাতরাস বন্দর থেকে ইতালির অ্যানকোনা বন্দরে যাওয়ার সময় গ্রিসের করফু দ্বীপের অদূরে অগ্নিকবলিত হয়।

দুর্ঘটনায় ইতোমধ্যেই জাহাজটির ১০ আরোহী মারা গেছেন এছাড়া উদ্ধার করা হয়েছে চার শতাধিক আরোহীকে।

খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েন উদ্ধারকারী। জাহাজটি উদ্ধারে ইতোমধ্যেই গ্রিস, ইতালি, আলবেনিয়া সহ অ্যাড্রিয়াটিক সাগরের আশপাশের দেশগুলো উদ্ধারকারী জাহাজ ও প্লেন পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।