ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হেয়ার ড্রায়ারের দিনশেষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
হেয়ার ড্রায়ারের দিনশেষ

ঢাকা: হেয়ার ড্রায়ারের মাধ্যমে ভেজা চুল শুকাতে এতদিন যাদের প্রচুর সময় ব্যয় করতে হয়েছে, এবার তাদের জন্য আছে সুখবর! এখন থেকে চুল শুকাতে আপনার আর হেয়ার ড্রায়ারের প্রয়োজন হবে না।

হ্যামাচার শালিমার নামে যুক্তরাষ্ট্রের নাইলসের একটি অনলাইন রিটেইল শপ উচ্চ-ক্ষমতাসম্পন্ন মাইক্রোফাইবার সমৃদ্ধ পরিবেশবান্ধব হ্যান্ডগ্লোভস বাজারে ছেড়েছে।

এই ‘হেয়ার ড্রায়িং গ্লোভস’ ব্যবহারের মাধ্যমে সাধারণ তোয়ালের তুলনায় আপনার চুল দুইগুন দ্রুত শুকানো সম্ভব বলে দাবি প্রতিষ্ঠানটির।

প্রতিষ্ঠানটি জানায়, গ্লোভসটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা ভেজা চুল দ্রুত শুকাতে পারে। চুলে জেল ও হেয়ার স্প্রে জাতীয় পদার্থ থাকলেও এই গ্লোভস কাজ করবে।

‘চুল শুকানোর সবচেয়ে ভালো উপায়ের এ গ্লোভসটি ১৩ পাউন্ড মূল্যে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। ’

সাবান-শ্যাম্পু ব্যবহার করে গোসল দিয়েছেন, চিন্তা নেই, গ্লোভস দিয়ে চুল ঘষলে নিমিষেই শুকিয়ে যাবে। গ্লোভসের মাধ্যমে চুলে স্টাইলও করা যাবে।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।