ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে আবার গুলি, আহত পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
প্যারিসে আবার গুলি, আহত পুলিশ

ঢাকা: শার্লে এবদোর পত্রিকা অফিসে হামলার ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও গুলি চললো প্যারিসে। বৃহস্পতিবার দক্ষিণ প্যারিসে সংঘটিত এ হামলায় এবার আহত এক পুলিশ অফিসার।



তবে কর্মকর্তারা এখনও নিশ্চিত নন এই হামলা ও গোলাগুলির সঙ্গে শার্লে এবদো পত্রিকার হামলাকারীদের যোগসাজশ আছে কি না।

বুধবার প্যারিসে ব্যঙ্গ পত্রিকা শার্লে এবদোতে বন্দুকধারীদের হামলায় ১২ জন নিহত হওয়ার ঘটনায় ফ্রান্সের পুলিশ এখন খুঁজছে সন্দেহভাজন হামলাকারী দুই ভাইকে।

বৃহস্পতিবার কর্তৃপক্ষ ফ্রান্সের নাগরিক দুই ভাইয়ের ছবি ও নাম প্রকাশ করে। এ ঘটনায় ইতোমধ্যেই সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।