ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উড্ডয়নের আগে কর্নাটক মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
উড্ডয়নের আগে কর্নাটক মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে আগুন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিড্ডারামাইয়া

ঢাকা: উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে ভারতের কর্নাটকের মুখ্যমন্ত্রী সিড্ডারামাইয়াকে বহনকারী হেলিকপ্টারে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রীসহ তার সফরসঙ্গী আরও ক’জন মন্ত্রী এবং কর্মকর্তা।



শনিবার (১০ জানুয়ারি) সকালে বেঙ্গালুরুর এইচএএল এয়ারপোর্ট থেকে মাইসুরুর উদ্দেশে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তবে, আগুন লাগার বিষয়টি নজরে এলে তাৎক্ষণিকভাবে মন্ত্রী সিড্ডারামাইয়া, তার সফরসঙ্গী স্বরাষ্ট্রমন্ত্রী কেজে জর্জ, গণপূর্ত উন্নয়নমন্ত্রী এইচসি মহাদেবাপ্পা, মুখ্যমন্ত্রীর যুগ্মসচিব এম রামাইয়া, মুখ্যমন্ত্রীর গণমাধ্যম সমন্বয়ক কেভি প্রভাকরকে নিরাপদে নামিয়ে নেন নিরাপত্তা সংশ্লিষ্টরা।

পরে সাংবাদিকদের জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে সাইলেন্সারের আগুন হেলিকপ্টারে ছড়িয়ে পড়ে।

এছাড়া, মন্ত্রীদের সড়কপথে গন্তব্যে নিয়ে যাওয়া হয় বলেও জানায় মুখ্যমন্ত্রীর কার্যালয়।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।