ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে গ্রেফতার ৩৯ বোড়ো জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
আসামে গ্রেফতার ৩৯ বোড়ো জঙ্গি ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসামে গত মাসে সংঘটিত সহিংসতায় ৭০ জন নিহতের ঘটনায় ৩৯  জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।
গ্রেফতারকৃত বিদ্রোহীরা নিষিদ্ধঘোষিত বোরোল্যান্ড ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিটিএফ) সদস্য বলে জানা গেছে।



গত বছরের ডিসেম্বরে মাসে সংঘটিত এ সহিংসতায় চা শ্রমিক আদিবাসীদের ওপর হামলা চালায় বোড়ো জঙ্গিরা।

রোববার আসাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এল আর বিষ্ণয় সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সহিংসতায় জড়িত এনডিটিএফ জঙ্গিদের বেশ কয়েকজন নেতা।

এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে বোড়ো জঙ্গিদের একজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলেও জানান তিনি। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।

গত ডিসেম্বর মাসের ২৩ তারিখে শান্তিপুর ও কোকড়াঝড় জেলায় হামলা চালিয়ে স্থানীয় চা বাগানে কর্মরত ‍আদিবাসীদের হত্যা করে বোড়ো বিদ্রোহীরা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।