ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘মতপ্রকাশের স্বাধীনতারও সীমাবদ্ধতা আছে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
‘মতপ্রকাশের স্বাধীনতারও সীমাবদ্ধতা আছে’ ছবি: সংগৃহীত

ঢাকা: প্যারিসে শার্লে এবদো হামলার প্রতিক্রিয়ায় পোপ ফ্রান্সিস বলেছেন, মতপ্রকাশের স্বাধীনত‍া রয়েছে, তবে তা সীমাবদ্ধ।

ফিলিপাইন সফরে যাওয়ার পথে প্লেনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



শুক্রবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বিষয়টি জানায়।

পোপ ফ্রান্সিস বলেন, প্রতিটি ধর্মকেই শ্রদ্ধার চোখে দেখা উচিৎ।   যাতে বিভিন্ন ধর্মের মানুষের ধর্মানুভূতিতে আঘাত না লাগে।   

প্যারিসে অফিসে হামলার ঘটনাকে ‘নৈতিক স্খলন’ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ভয়াবহ সহিংসতা কখনই সমর্থনযোগ্য নয়।

সহযাত্রীদের কাছে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে নিজের অবস্থানও তুলে ধরেন পোপ।

বাংলাদেশ সময়:  ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।