ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাষণ্ড ‍বাবার কাণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
পাষণ্ড ‍বাবার কাণ্ড! সংগৃহীত

ঢাকা: কন্যা সন্তান পছন্দ করেন না, তাই দশ বছরের মেয়েকে জীবন্ত পুঁতে ফেলতে চেয়েছিলেন এক পাষণ্ড বাবা। বিষয়টি জানতে পেরে আবুল হুসেইন নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।



ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, মেয়েকে জীবন্ত পুঁতে ফেলার জন্য ঘরের পেছনে একটি গর্ত খুঁড়েন আবুল হুসেইন। স্ত্রী ঘরে না থাকায় এ সুযোগে মেয়েকে বুক পর্যন্ত গর্তের মধ্যে পুঁতেও ফেলেন। মেয়ের চিৎকার যেন কেউ না শুনতে পারে সেজন্য মুখে টেপ লাগিয়ে দেন ও পেছনে থেকে হাত বেঁধে রাখেন।

স্ত্রী ঘরে এসেছে বুঝতে পেরে অর্ধেক পুঁতে রাখা মেয়ের মুখের ওপর বাঁশের ঝুঁড়ি দিয়ে ঢেকে দেন।

এদিকে অনেকক্ষণ ধরে মেয়েকে না পেয়ে মা খোঁজাখুজি ‍শুরু করেন, পরে এলাকাবাসী ঘরের পেছনে মেয়েটিকে খুঁজে পায়।

বিষয়টি জান‍ার পর হত্যা চেষ্টার অভিযোগে বাবা আবুল হোসেনকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।