ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন প্রতিনিধি দল কিউবায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
মার্কিন প্রতিনিধি দল কিউবায়

ঢাকা: যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্ক স্বাভাবিকরণের ঘোষণা আসে আগেই। এবার মার্কিন কংগ্রেসনাল প্রতিনিধি দল হাভানায় পা ফেলে তার প্রমাণ রাখল।

১৯৬১ সালের পর দুই দেশের মধ্যে এটাই কোনো প্রতিনিধি দলের প্রথম সফর।

সফরে ডেমোক্র্যাট রাজনীতিকরা কিউবার শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের সঙ্গে আলোচনায় বসবেন। দু’দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে বাস্তবিক কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের ১৭ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক ঘোষণায় কিউবার সঙ্গে অচলাবস্থা নিরসনের ঘোষণা দেন। পরে তার কথায় ইতিবাচক সাড়া দেন কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।