ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেন্টিনার শীর্ষ প্রসিকিউটরের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
আর্জেন্টিনার শীর্ষ প্রসিকিউটরের মৃতদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কিচনারকে দোষী সাব্যস্তকারী প্রসিকিউটরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের নিজ বাসার বেডরুমে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।



আলবার্টো নিসমান নামের ওই প্রসিকিউটর ১৯৯৪ সালে বুয়েন্স আয়ার্সের জিউশ সেন্টার বোমা হামলায় ৮৫ জন নিহতের ঘটনা তদন্ত করছিলেন। বুধবার তিনি ওই ঘটনায় প্রেসিডেন্টের জড়িত থাকার কথা বলেন।

 তবে প্রেসিডেন্টের মুখপাত্র এমন দাবি নাকচ করে দেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রোববার নিসমানের দেহরক্ষীরা তার বাসায় ফোন দেন। কিন্তু কোনো উত্তর না পেয়ে তারা বাসায় চলে যান। বাসার ভেতর থেকে তালা লাগানো ছিল। পরে পরে তালা ভেঙ্গে বাথরুমে নিসমানের মৃতদেহ উদ্ধার করেন।

বিবৃতি অনুসারে, নিসমানের লাশের পাশে একটি বন্দুক ও কার্টেজ শেল পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।