ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে অভিযানে গিয়ে ৩০ পুলিশ কমান্ডো নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
ফিলিপাইনে অভিযানে গিয়ে ৩০ পুলিশ কমান্ডো নিহত ফাইল ফটো

ঢাকা: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একজন শীর্ষ সন্ত্রাসী ধরতে অভিযানে গিয়ে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পুলিশের বিশেষ অ্যাকশন ফোর্সের (কমান্ডো) অন্তত ৩০ সদস্য নিহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলের ম্যামসাপানো শহরের মেয়র তাহিরউদিন বেনজার আমপাতুনকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো রোববার (২৫ জানুয়ারি) এ খবর জানিয়েছে।



মেয়র তাহিরউদিন সংবাদ মাধ্যমকে বলেন, রোববার পুলিশের একটি কমান্ডো দল ম্যামসাপানো শহরের তুকানালিপাও নামে একটি এলাকায় কুখ্যাত এক সন্ত্রাসীকে ধরতে অভিযানে নামে। কিন্তু মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (মোরো বিদ্রোহী) সদস্যরা পাল্টা হামলা চালালে নিরাপত্তা বাহিনীর এই সদস্যরা নিহত হন। আহত হন আরও বেশ ক’জন।

তিনি উল্লেখ করেন, ‍হামলাকারী মোরো বিদ্রোহীরা গত বছর সরকারের সঙ্গে শান্তিচুক্তি করেছিল।

তিনি জানান, অভিযানে সৃষ্ট সংঘর্ষে হত‍াহতদের উদ্ধারে গ্রামবাসী এগিয়ে আসে। পরে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেন।

সংবাদ মাধ্যমগুলো বলছে, গত ক’বছরের মধ্যে এই প্রথম এতো বড় ধরনের দুঃসংবাদ পেল দেশটির নিরাপত্তা বাহিনী।

এর প্রতিক্রিয়ায় কী পদক্ষেপ নেওয়া হবে তা এখনও জানায়নি সরকার।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।