ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্লেনে গুলি, বাগদাদ ছাড়ছে আন্তর্জাতিক এয়ারলাইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
প্লেনে গুলি, বাগদাদ ছাড়ছে আন্তর্জাতিক এয়ারলাইন ছবি: সংগৃহীত

ঢাকা: বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বন্ধের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো।

সোমবার রাতে বিমানবন্দরে দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাই দুবাইয়ের একটি যাত্রীবাহী প্লেনকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।

এতে আহত হন দুই যাত্রী। সঙ্গে সঙ্গেই ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়। পরে মঙ্গলবার বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেয় বাগদাদে ফ্লাইট পরিচালনাকারী আন্তর্জাতিক বিমানসংস্থাগুলো।

ইতোমধ্যেই ফ্লাইট পরিচালনা স্থগিতের ঘোষণা দিয়েছে দুবাইয়ের ‘ফ্লাই দুবাই’, ‘এমিরাতস’, শারজাহর ‘এয়ার এরাবিয়া’ এবং আবুধাবীর ‘ইত্তেহাদ’। ইত্তেহাদ এয়ার লাইন্স মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ‘সংযুক্ত আরব আমিরাতের জেনারেল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে নিরাপত্তাজনিত কারণে বাগদাদমুখী সব ফ্লাইট পরিচালনা স্থগিত করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। ’ 
 
নিরাপত্তাজনিত কারণে গত বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা ইরাকের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখে। জঙ্গি গোষ্ঠী আইএস এর কাছে উন্নতমানের বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে এমন তথ্য থাকার প্রেক্ষিতে সম্ভাব্য হামলার ভয়ে এ সিদ্ধান্ত নেয় তারা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।