ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বীরত্বের পদকপ্রাপ্তির পরদিনই নিহত ভারতীয় কর্নেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বীরত্বের পদকপ্রাপ্তির পরদিনই নিহত ভারতীয় কর্নেল ছবি: সংগৃহীত

ঢাকা: ২৬ জানুয়ারি ছিলো ভারতের ৬৬ তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কাশ্মীরে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর কর্নেল মুনিন্দ্র নাথ রায় পেয়েছিলেন বীরত্ব সূচক পদক ‘যুদ্ধ সেবা মেডেল’।



তবে পদকপ্রাপ্তির একদিন পরই কাশ্মিরী বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে মারা যান তিনি। মঙ্গলবার এ ঘটনা ঘটে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার মিনদোরায়। একই ঘটনায় নিহত হয় একজন পুলিশ সদস্য এবং দুই বিচ্ছিন্নতাবাদী।

কর্নেল মুনিন্দ্র নাথ রায় ছিলেন ৪৪ রাষ্ট্রীয় রাইফেলের কমান্ডিং অফিসার। সোমবার ভারতের ৬৬ তম প্রজাতন্ত্র দিবসে দেশসেবায় কৃতিত্বের জন্য তিনি পান ‘যুদ্ধ সেবা’ মেডেল। কাশ্মীরে লড়াইরত বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদীন যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। নিহত দুই বিদ্রোহী যোদ্ধার নাম আদিল খান ও সিরাজ দার বলে জানা গেছে। তারাও মিনদোরার বাসিন্দা বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।