ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঋণের পুরোটা পরিশোধ করতে পারবে না গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
ঋণের পুরোটা পরিশোধ করতে পারবে না গ্রিস ছবি: সংগৃহীত

ঢাকা: ২০০৯ সালে পুরো ইউরোপজুড়ে যে অর্থনৈতিক মন্দা দেখা দেয় তার অন্যতম শিকার গ্রিস। মন্দা থেকে বাঁচতে তারা বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশ থেকে কোটি কোটি মার্কিন ডলার ঋণ নেয়।

বর্তমানে ইউরোপ ঘুরে দাঁড়িয়েছে, মন্দা কাটিয়েছে গ্রিসও। ফলে এবার গ্রিসের সামনে এসেছে ঋণ পরিশোধের বিষয়টি।

কিন্তু এতো বিশাল অঙ্কের ঋণ দেশটি পরিশোধ করতে পারবে বলে জানিয়ে দিয়েছে।

রোববারের নির্বাচনে বিজয়ী সিরিজা পার্টির অর্থনীতি বিষয়ক প্রধান মুখপাত্র ইউক্লিড সাকালোটোস বলেন, বিশাল ‍‌ঋণের পুরোটা গ্রিস পরিশোধ করবে এটা ভাবা অবাস্তব।

তিনি বলেন, কোন অর্থনীতিবিদই গ্রিসকে পুরোপুরি ঋণ পরিশোধ করতে বলতে পারে না। এটি বাস্তবায়নযোগ্য প্রস্তাব হতে পারে না।

তিনি ইউরোপীয় নেতাদের উদ্দেশে এখনই গ্রিসের প্রতি আন্তরিকতা প্রমাণ করার সময় বলে জানান।

তিনি আরো জানান, নতুন সরকারের সঙ্গে সহযোগিতামূলক আলোচনা শুরু না করাটা ইউরোপের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। গ্রিসের জন্য ইউরোজোন ভেঙে যাওয়াটা আমাদের কাছে দুঃস্বপ্নের মত।

বামপন্থী সিরিজা পার্টি গ্রিসের আন্তর্জাতিক দাতাদের সঙ্গে ২৭০ বিলিয়ন মার্কিন ডলারের বেইলআউট নিয়ে পুনরায় সমঝোতা করতে চায়।

নবনিযুক্ত প্রধানমন্ত্রী আলেক্সিস সাইপ্রাস বলেন, দাতাগোষ্ঠীর সঙ্গে মোকাবিলা নয়, সমঝোতা চাই।

ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের নেতারা প্রতিশ্রুত ঋণ পরিশোধের ব্যাপারে গ্রিসের নতুন সরকারকে সতর্ক করে দিয়েছেন।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের পেসিডেন্ট জ্য ক্লদ জাঁকার বলেছেন, গ্রিস তার ‍প্রতিশ্রুত ঋণ থেকে কোন মওকুফ প্রত্যাশা করতে পারে না।

গত সোমবার (২৬ জানুয়ারি) গ্রিসের অ্যালেক্সিস সাইপ্রাস প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) মন্ত্রীপরিষদ ঘোষণা করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।