ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জঙ্গি হামলায় মিসরে সেনাসদস্যসহ নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
জঙ্গি হামলায় মিসরে সেনাসদস্যসহ নিহত ২৬

ঢাকা: মিসরের সিনাই পেনিনসুলার উত্তরে জঙ্গিদের সিরিজ হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন সেনাসদস্যও রয়েছেন।

সিনাইয়ের রাজধানী ইল-আরিশ এলাকায় সেনা সদস্যদের লক্ষ্য করে গাড়ি বোমা ও মর্টার হামলা চালানো হলে ওই নিহতের ঘটনা ঘটে।

এছাড়া শেখ জুয়ায়েদ এবং গাজা সীমান্তবর্তী রাফা শহরেও হামলা চালায় জঙ্গিরা।   

জঙ্গিগোষ্ঠী আনসার বেইট-আল মাকডিস হামলার দায় স্বীকার করেছে। ২০১৩ সালে মুহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার পর এমন বড় ধরনের হামলা চালাল জঙ্গিরা।

মিসরের আল-আহরাম পত্রিকা জানায় হামলায় তাদের এল-আরিশ কার্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

 বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।