ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিধ্বস্তের আগেই এয়ারএশিয়ার ক্যাপ্টেন সটকে পড়েন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
বিধ্বস্তের আগেই এয়ারএশিয়ার ক্যাপ্টেন সটকে পড়েন ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত এয়ার এশিয়ার ক্যাপ্টেন নিয়ন্ত্রণ হারানোর আগেই সটকে পড়েন। তদন্তের সঙ্গে যুক্ত দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, সহাকরী পাইলট যখন প্লেনের নিয়ন্ত্রণ হারান তখন ক্যাপ্টেন ধরে নেন বিপদ অবশ্যম্ভাবী।

এটি বুঝেই তিনি দ্রুত তার আসন ত্যাগ করেন।

তবে তদন্তাধীন ব্যাপারে কোনো মন্তব্য করেনি এয়ারএশিয়া কর্তৃপক্ষ।

গত বছরের ২৮ ডিসেম্বর কিউজেড ৮৫০১ ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে নিখোঁজ হয়। এতে পাইলট, ক্রু এবং শিশুসহ ১৬২ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় এদের সবাই নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।