ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এক বছর পর জনসমক্ষে ক্যাস্ট্রো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
এক বছর পর জনসমক্ষে ক্যাস্ট্রো ছবি: সংগৃহীত

ঢাকা: কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর কয়েকটি সাম্প্রতিক ছবি প্রকাশ করা হয়েছে। এক বছরের বেশি সময় ধরে ৮৮ বছর বয়সী ক্যাস্ট্রোকে জনসমক্ষে দেখা যায়নি।

তাই অনেকের মধ্যে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।  

সম্প্রতি ক্যাস্ট্রোর জানুয়ারি মাসে তোলা ছবিগুলো প্রকাশ করেছে কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম। ছবিতে হাভানার নিজ বাসায় এক ছাত্রনেতার সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে। কুড়িটির বেশি তোলা ছবিতে ক্যাস্ট্রোকে সুস্থ্যই দেখাচ্ছিল।

প্রায় অর্ধশত বছর কিউবা শাসন করে ২০০৬ সালে স্বাস্থ্যগত কারণে ভাই রাউলের হাতে ক্ষমতা তুলে দেন ফিদেল ক্যাস্ট্রো।

কয়েক সপ্তাহ আগে ক্যাস্ট্রো সাবেক ফুটবল তারকা দিয়েগো মারাদোনার কাছে চিঠি লেখেন। চিঠিতে তিনি সুস্থ্য আছেন বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।