ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
নিউইয়র্কে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৬ ছবি: সংগৃহীত

ঢাকা: নিউইয়র্কের উত্তরে ট্রেন-বাস সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো ১২ জন।



স্থানীয় সময় মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভালহাল্লা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, কমিউটার ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় বাসের সঙ্গে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রেনটির সামনের অংশে ও বাসে আগুন ধরে যায়।

নিহতদের একজন বাসের চালক। বাকিরা ট্রেনের জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রী বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এ ঘটনায় ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।