ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দোনেৎস্কে হাসপাতালে গোলার আঘাত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
দোনেৎস্কে হাসপাতালে গোলার আঘাত, নিহত ৪ সংগৃহীত

ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কের একটি হাসপাতালে গোলা নিক্ষিপ্ত হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।



সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে বুধবার (৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী শহরটির ওই হাসপাতালটিতে হঠাৎ গোলা আঘাত করেছে। তবে, এ গোলা কোন পক্ষের নিক্ষিপ্ত এ ব্যাপারে কিছু জানা ‍যায়নি। এছাড়া, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

দোনেৎস্কসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ চলে আসছে। শহরের প্রধান বিমানবন্দরসহ বেশ কিছু এলাকা বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।

পূর্ব ইউরোপের দেশটিতে এ ধরনের অস্থিরতার জন্য মস্কোকে অভিযুক্ত করে আসছে পশ্চিমারা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।