ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পিরানহার পেটে ছয় বছরের শিশু!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
পিরানহার পেটে ছয় বছরের শিশু!

ঢাকা: রাক্ষুসে মাছ পিরানহার আক্রমণে মারা গেছে ছয় বছর বয়সী এক ব্রাজিলীয় মেয়ে শিশু। আমাজন অরণ্য অধ্যুষিত ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা প্রদেশে এই ঘটনা ঘটে।



শিশুটির পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশের নদীতে দাদি এবং আরও চার শিশুর সঙ্গে ক্যানু (এক ধরনের ছোটো নৌকা) বেয়ে যাচ্ছিলো মেয়েটি। এ সময় হঠাৎ ওঠা ঝড়ে ডুবে যায় তাদের ক্যানু।  

মেয়েটের দাদি অন্যান্য শিশুদের উদ্ধার করে তীরে তুলতে পারলেও মেয়েটিকে তুলতে ব্যর্থ হন। পরে নদী থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়। এ সময় তার শরীরের অধিকাংশ অংশই পিরানহার পেটে যাওয়ার প্রমাণ মেলে।

পারা প্রদেশের মন্টে এলেগ্রে শহরের নিকটবর্তী মাইকুরু নদীতে গত ২৭ জানুয়ারি এ ঘটনা ঘটে।

পিরানহারা ব্রাজিলের আমাজন অঞ্চলের নদীতে বসবাসকারী এক ধরনের রাক্ষুসে মাছ। তাদের দাঁত খুবই তীক্ষ্ণ এবং সাধারণত দলবদ্ধভাবে শিকারের ওপর হামলা চালায় তারা।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।