ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আস্থা সঙ্কটে টনি অ্যাবোট, এগিয়ে আনলেন ভোট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
আস্থা সঙ্কটে টনি অ্যাবোট, এগিয়ে আনলেন ভোট ছবি: সংগৃহীত

ঢাকা:  দলে আস্থা সঙ্কটে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রদানমন্ত্রী টনি অ্যাবোট। তাই নিজের অবস্থান জানতে ভোটের তারিখ এগিয়ে আনলেন তিনি।

মঙ্গলবার এ ভোট হওয়ার কথা থাকলেও তা এগিয়ে আনা হয় সোমবার।

অ্যাবোট বলেন, তিনি লিবারেল পার্টির ব্যালট যতটা সম্ভব এগিয়ে আনতে চান। কারণ রাজনৈতিক অচলাবস্থা দূরীকরণে এটি গুরুত্বপূর্ণ।

নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে লেবার এমপি’রা ভোট দেবেন। ভোটেই নির্ধারিত হবে লেবার পার্টির নেতৃত্বে অ্যাবোট থাকবেন কিনা।

সম্প্রতি এক অস্ট্রেলিয়ানের নাইটহুড প্রিন্স ফিলিপকে দেওয়ার জন্য তীব্র সমালোচনার মধ্যে পড়েন টনি অ্যাবোট।

এছাড়া তার দল সম্প্রতি কুইনসল্যান্ড নির্বাচনে হেরে একপ্রকার কোনঠাসা হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার টনি অ্যাবোটের জনপ্রিয়তা কমেছে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা. ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।