ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘যোগব্যায়ামে কমবে ধর্ষণ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
‘যোগব্যায়ামে কমবে ধর্ষণ’ মুরলি মনোহর যোশী

ঢাকা: ধর্ষণ কমানোর নয়া তত্ত্ব দিলেন ভারতের ক্ষমতাসীন বিজেপির বর্ষিয়ান নেতা মুরলি মনোহর যোশী। তিনি বলেছেন, সবাই যদি নিয়মিত যোগব্যায়াম করে- তবে ধর্ষণের হার কমে যাবে।



রোববার (২২ ফেব্রুয়ারি) ‘ইয়েঙ্গার পদ্ধতি: নতুন সহস্রাব্দের জন্য যোগব্যায়াম’ শীর্ষক এক সেমিনারে তিনি এ তত্ত্ব দেন। তার এই তত্ত্বে ধর্ষণের রাজধানী নয়াদিল্লিসহ পুরো ভারতজুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।

মুসলমানরা দিনে নিয়মিত পাঁচবার যোগব্যায়াম (পাঁচ ওয়াক্ত নামাজ) করে উল্লেখ করে যোশী বলেন, সবাই যদি যোগব্যায়ামে অভ্যস্ত হয়ে যায়, তাহলে নিত্যদিনের ধর্ষণের ঘটনা পুরোপুরি বন্ধ না হলেও কিছুটা হলেও কমবে।

তিনি বলেন, যোগব্যায়াম নারী ও পুরুষের চিন্তার নতুন মাত্রাযোগ করে। মেশিনের মতো এই শরীর আসলে বড় পরিসরের কাজের জন্যই প্রকৃতি আমাদের দিয়েছে...যোগব্যায়ামের মাধ্যমে সেসব বড় কাজের দিকেই মনোযোগ চলে যাবে লোকজনের।

নিউইয়র্কের বন্দিদের ওপর পরিচালিত এক জরিপকে উদ্ধৃত করে যোশী বলেন, আচরণ পরিবর্তনে কারাগারের বন্দিদের প্রশিক্ষণ দেওয়ার পর দেখা গেছে নিউইয়র্কে অপরাধের হার কমে গেছে।

সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিক ও দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকেও যোগব্যায়ামের শিক্ষা দেওয়া উচিত বলে মন্তব্য করেন সাবেক এই মানবসম্পদ উন্নয়নমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।