ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি-আলজেরিয়া-পাকিস্তান ভ্রমণে সতর্কতা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
সৌদি-আলজেরিয়া-পাকিস্তান ভ্রমণে সতর্কতা যুক্তরাষ্ট্রের

ঢাকা: সৌদি আরব, আলজেরিয়া ও পাকিস্তান ভ্রমণে নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। খুব জরুরি প্রয়োজন না হলে মার্কিন নাগরিকদের ‍পাকিস্তান সফর একেবারেই এড়িয়ে যেতে বলা হয়েছে।



স্থানীয় ও বিদেশি জঙ্গিদের অব্যাহত হুমকির প্রেক্ষিতে বুধবার (২৫ ফেব্রুযারি) এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বিবৃতিকে উল্লেখ করে পাকিস্তানের জিও নিউজসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, পাকিস্তানে সতর্কতা জারি করা হলেও এখনও নাগরিকদের কনস্যুলার সেবা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অবশ্য লাহোর কনস্যুলেটে এ সেবা দেওয়া হলেও বন্ধ রয়েছে পেশোয়ারে।

এছাড়া, সৌদি আরব ও আলজেরিয়ায় ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দফতরের তরফ থেকে।

বাংলাদেম সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।