ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোয় ঈদুল আজহার আগে সর্ববৃহৎ মসজিদ উন্মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
মস্কোয় ঈদুল আজহার আগে সর্ববৃহৎ মসজিদ উন্মুক্ত

ঢাকা: ঈদুল আজহাকে সামনে রেখে রাশিয়ার রাজধানী মস্কোয় উন্মুক্ত করা হয়েছে দেশটির সর্ববৃহৎ মসজিদ। নতুন এই মসজিদটিতে এক সঙ্গে নামাজ আদায় করতে পারবেন দশ হাজারের বেশি মানুষ।



১০ বছরের নির্মাণ কাজ শেষে স্থানীয় মুসলমান বাসিন্দাদের জন্য বুধবার (২৩ সেপ্টেম্বর) মসজিদটি উন্মুক্ত করে দেয়া হয়।

সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে নির্মিত মসজিদটি তুরস্ক ও ফিলিস্তিনের নেতাদের সঙ্গে নিয়ে উন্মুক্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ সময় দেশটির মুসলিম নেতাদের প্রশংসা করে পুতিন বলেন, উগ্রপন্থীদের প্রপাগান্ডা প্রতিরোধে উৎসাহদায়ক ভূমিকা পালন করছেন রাশিয়ার মুসলমানরা।

মুসলমানরা রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়। রাজধানী মস্কোতেই বসবাস করেন ২০ লাখের বেশি মুসলমান।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।