ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরের মন্ত্রিসভার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
মিশরের মন্ত্রিসভার পদত্যাগ

ঢাকা: মিশরের মন্ত্রিসভা পদত্যাগ করেছে। প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহলেব শনিবার মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির কাছে পুরো মন্ত্রিসভার পক্ষে পদত্যাগপত্র জমা দেন।



প্রেসিডেন্ট সিসি এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্র। তবে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত পদত্যাগী মন্ত্রিসভাকেই তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিসি।

উল্লেখ্য, কয়েকদিন ধরেই দুর্নীতির দায়ে চাপের মুখে মিশরের মন্ত্রিসভা। ইতোমধ্যেই দেশটির কৃষিমন্ত্রীকে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।