ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঝড়ে ক্রেন ভেঙে মসজিদে হারামে প্রাণহানি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
ঝড়ে ক্রেন ভেঙে মসজিদে হারামে প্রাণহানি! ছবি: সংগৃহীত

ঢাকা: তীব্র ঝড়ের কারণে ক্রেন ভেঙে পড়ায় সৌদি আরবের মক্কায় মসজিদ আল হারামে (গ্র্যান্ড মসজিদ) হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষ’র মহাপরিচালক সুলাইমান আবদুল্লাহ-আল আমরো স্যাটেলাইট ব্রডকাস্টার আল-আরাবিয়াকে শনিবার (১২ সেপ্টেম্বর) এ কথা বলেন।



তিনি বলেন, আকস্মিক ঝড়ে ওই এলাকার গাছ উপড়ে যায়। অবস্থা এমন মনে হয় যে, ঝড় পুরো এলাকা উড়িয়ে নিয়ে ‍যাবে।

বজ্রপাতের আঘাতে লাল-সাদা রঙের ক্রেনটি ধসে পড়ার বিষয়টি এ সময় তিনি প্রত্যাখ্যান করেন।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বজ্রপাতের আঘাতে ক্রেনটি ভেঙে গিয়ে হজযাত্রীদের উপর পড়ে। এতে অন্তত ১০৭ জন নিহত হন। পাশাপাশি ক্রেনে বজ্রপাতের আঘাতের একটি ছবিও প্রকাশ করে সংবাদমাধ্যম।

ওই ঘটনায় সর্বশেষ ২৩৮ জন আহতের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি রয়েছেন বলে জানান জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল (হজ) আসাদুজ্জামান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির পর সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদ আল হারামের (গ্র্যান্ড মসজিদ) বর্ধিতাংশের নির্মাণ কাজের সময় ছাদ থেকে ক্রেন ভেঙে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

চলতি মাসের শেষ দিকে পবিত্র হজ পালনে লাখো মুসল্লি জড়ো হতে শুরু করেছেন মক্কায়। পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরুর আগে এতো বড় দুর্ঘটনা ঘটলো হজ নগরীর প্রাণকেন্দ্র মসজিদ আল হারামে।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, হজের ইহরাম পরিহিত রক্তাক্ত পূণ্যার্থীদের দেহ কংক্রিটের স্তূপের মধ্যে পড়ে আছ। পড়ে আছে ছাদ ভেঙে ছিঁড়ে পড়া লাল রঙের বিশাল ক্রেনটির অংশবিশেষও।

এ দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মক্কার গভর্নর যুবরাজ খালেদ আল ফয়সাল। একই সঙ্গে দুর্ঘটনায় শোকও জানিয়েছেন তিনি।

একসঙ্গে ২২ লাখ মুসল্লিকে জায়গা দিতে মসজিদ এলাকা চার লাখ বর্গমিটার বাড়ানোর কাজ চলছিল। এ কারণে মসজিদের বিভিন্ন দিকে ভারী ভারী ক্রেনে কাজ চলছিল। ওই ক্রেনগুলোর একটিই ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটলো।

** মসজিদে হারামে ক্রেন ভেঙে নিহত ১০৭, আহত ৪০ বাংলাদেশি

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।