ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রিয়ায় ফের ট্রাকে মিললো ৪২ শরণার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
অস্ট্রিয়ায় ফের ট্রাকে মিললো ৪২ শরণার্থী ছবি: সংগৃহীত

ঢাকা: মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ায় এবার রেফ্রিজারেটেড ট্রাকে মিললো ৪২ শরণার্থী। তবে, তাদের জীবিত উদ্ধার করা গেছে।



রোববার (১৩ সেপ্টেম্বর) দেশটির আইস্টারশেইম পৌরসভার একটি সড়কের ওই ট্রাক থেকে এই শরণার্থীদের উদ্ধার করা হয়।

অস্ট্রিয়‍া সরকারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। তবে, ওই শরণার্থীদের পরিচয় জানাতে পারেনি সংবাদমাধ্যম। অবশ্য, এদের শরণার্থী হিসেবে ক্যাম্পে মুক্তি দেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে।

এর আগে, গত ২৭ আগস্ট দেশটির সবচেয়ে পূর্বাঞ্চলীয় রাজ্য বারগেনল্যান্ডের একটি মহাসড়কের পার্কিংস্থল থেকে ৭১ মরদেহবাহী একটি কাভার্ড ভ্যান পাওয়া যায়।

সরকারি হিসাব মতে, অস্ট্রিয়ায় চলতি বছর ৩৫ হাজারেরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে। এদের মধ্যে বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে আসা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।