ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার দাবানলে মালয়েশিয়ায় স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ইন্দোনেশিয়ার দাবানলে মালয়েশিয়ায় স্কুল বন্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী কুয়ালালামপুর ও এর আশেপাশের এলাকাগুলোয় স্কুল বন্ধের নির্দেশ জারি করেছে মালয়েশীয় কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ায় সৃষ্ট দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ার আকাশ ছেয়ে যাওয়ায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ আদেশ জারি করা হয়।



ইন্দোনেশিয়ার সুমাত্রায় রিআউ রাজ্যের জঙ্গলে ও পার্শ্ববর্তী কৃষি প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আকাশ ছেয়ে গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আগুন কবলিত অঞ্চলে জরুরি অবস্থা জারি করে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির শিক্ষা মন্ত্রণালয় রাজধানী কুয়ালালামপুর ছাড়াও নিকটবর্তী তিনটি রাজ্য ও প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে। বায়ু দুষনের ফলে জনস্বাস্থ্য হুমকিতে পড়ায় এ নির্দেশ জারি করা হয়।

এদিকে, দাবানলের ফলে বায়ু দুষণের কারণে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বোর্নিওতে কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এর সংলগ্ন মালয়েশীয় এলাকায়ও অসুস্থতার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।