ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রোটন রকেট যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
প্রোটন রকেট যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে রাশিয়া

ঢাকা: সফলভাবে একটি প্রোটন রকেট যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে রাশিয়া।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টা ১০ মিনিট) কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোমে থেকে উৎক্ষেপণ করা হয় এ উপগ্রহ।



গত মে মাসে মেক্সিকান একটি উপগ্রহ উৎক্ষেণের সময় বিধ্বস্ত হওয়ার পর এ বছর এটি দ্বিতীয় সফল উৎক্ষেপণ।

এক বিবৃতিতে রাশিয়ার মহাকাশ সংস্থা ‘রসকসমস’ কর্তৃপক্ষ বলেছে, উৎক্ষেপণ স্বাভাবিক ছিল।

এর আগেও প্রোটন রকেট উপগ্রহ উৎক্ষেপণ করেছে রাশিয়া। চলতি বছর আগস্টের শেষ দিকে ব্রিটিশ একটি উপগ্রহ এই রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।