ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে বিমানবন্দর কর্মীদের ধর্মঘট, বিপাকে যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
চিলিতে বিমানবন্দর কর্মীদের ধর্মঘট, বিপাকে যাত্রীরা ছবি: সংগৃহীত

ঢাকা: চিলিতে বিমানবন্দর কর্মীদের ধর্মঘটে বিপাকে পড়েছেন প্রায় ৫০ হাজার যাত্রী। দেশটির অভ্যন্তরীন ও আন্তর্জাতিক রুটের কয়েকশ ফ্লাইট বাতিল হয়ে গেছে।



অবসরকালীন ভাতা ও অন্যান্য সুবিধা ইস্যুতে দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল, গ্রাউন্ড সাপোর্ট ও অন্যান্য শাখার বিমানবন্দর কর্মীরা ২৪ ঘণ্টার এ ধর্মঘটের ডাক দিয়েছেন।

চিলি সরকারের মুখপাত্র মার্সেলো দিয়াজ জানিয়েছেন, দেশের ইতিহাসে এতো বড় ধর্মঘট এর আগে কখনো দেখা যায়নি। অন্তত ৩২৪টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা) এ ধর্মঘট শেষ হওয়ার কথা। তবে এখন পর্যন্ত চিলির কোনো বিমানবন্দরে কোনো প্লেন উড্ডয়নের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।