ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৩৬৮ পিয়ন পদে আবেদন ২৩ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
৩৬৮ পিয়ন পদে আবেদন ২৩ লাখ

ঢাকা: ৩৬৮ পদের জন্য ২৩ লাখ চাকরিপ্রার্থীর আবেদন জমা পড়তে পারে, এও কি সম্ভব! তাও আবার পিয়ন পদের জন্য। তাই তো হয়েছে ভারতে।



দেশটির উত্তর প্রদেশে সম্প্রতি সরকারি দফতরের পিয়ন পদে চাকরির জন্য ২৩ লাখ প্রার্থী আবেদন করেছেন। তবে পদ সংখ্যা মাত্র ৩৬৮। ভারতের বেকারত্ব সমস্যা এতোটাই বেড়েছে যে, এটিকে একদিক দিয়ে স্বাভাবিকই বলছেন বিশ্লেষকরা।

৩৬৮ পিয়ন পদের জন্য ২৩ লাখ আবেদনের চেয়েও বড় বিষয়, এর মধ্যে দুই লাখ সদ্য স্লাতক সম্পন্ন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে। যাদের রেজাল্টও ভালো। এমনকি আবেদনকারীদের মধ্যে রয়েছেন ২৫৫ পিএইচডি ডিগ্রিধারীও।

এমন উদ্ভূত পরিস্থিতিতে বিস্ময় প্রকাশ করেছে খোদ নিয়োগকারী সংস্থাও। ভারতের সচিবালয় প্রশাসন বিভাগের সেক্রেটারি প্রভাত মিত্থাল বলেছেন, আমরা এতো সাড়া পেয়ে চমকিত। যদি চাকরির জন্য সত্যিই এতো জনের ইন্টারভিউ নিতে যাই তবে লেগে যাবে কয়েক বছর!

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।