ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাক নৌবাহিনীর গুলিতে ভারতীয় জেলে নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
পাক নৌবাহিনীর গুলিতে ভারতীয় জেলে নিহত

ঢাকা: গুজরাট উপকূলে ভারতীয় দু’টি মাছ ধরার নৌকা লক্ষ্য করে পাকিস্তানি নৌবাহিনীর গুলিতে এক জেলে নিহত হয়েছেন। তবে, বেঁচে গেছেন ওই ‍দুই নৌকায় থাকা বাকি পাঁচ জেলে।



শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে প্রেমরাজ ও রামরাজ নামের ওই নৌকা দু’টি লক্ষ্য করে এ গুলি ছোঁড়া হয়। গুলিতে নিহত জেলের নাম ভাট্টি ইকবাল (৪০)।

গত ৮ সেপ্টেম্বর নৌকা দু’টি মাছ ধরতে ওকহা থেকে গভীর সমুদ্রে গিয়েছিল। শুক্রবার পাকিস্তানি জলসীমায় ঢুকে পড়লে প্রেমরাজ ও রামরাজকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে প্রতিবেশী দেশটির নৌবাহিনী।

সংশ্লিষ্ট বিভাগের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, বিনা উস্কানিতে ভারতীয় জেলেদের নৌকা দু’টি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি নৌবাহিনী।

ভারতীয় কোস্টগার্ডের দু’টি জাহাজ আক্রান্ত নৌকা দু‘টিকে ফিরিয়ে আনতে রওয়ানা দিয়েছে বলেও জানায় সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।