ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরের নতুন প্রধানমন্ত্রী শেরিফ, মন্ত্রিসভায় ১৫ জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
মিশরের নতুন প্রধানমন্ত্রী শেরিফ, মন্ত্রিসভায় ১৫ জন

ঢাকা: মিশরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেরিফ ইসমাইল। তার সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রিসভার আরও ১৪ সদস্য।



শনিবার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি। প্রেসিডেন্ট নতুন প্রধানমন্ত্রীকে পূর্ণোদ্যমে কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন।

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ইব্রাহীম মাহলাবের নেতৃত্বে মন্ত্রিসভা পদত্যাগ করার সপ্তাহখানেক পরই নতুন এ মন্ত্রিসভা গঠিত হলো।

দুর্নীতির অভিযোগে কৃষিমন্ত্রী গ্রেফতার এবং একই অভিযোগ মাথায় নিয়ে মন্ত্রিসভার পদত্যাগের খবর জানানো হলেও এ বিষয়ে সিসির সঙ্গে পদত্যাগী রাজনীতিকদের বোঝাপড়ার টানাপোড়েনের কিছু খবরও ছড়িয়ে পড়েছে।

বলা হচ্ছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর রাষ্ট্রের দায়িত্ব নেওয়া সাবেক সেনাপ্রধান সিসি মন্ত্রিসভার ওপর অনেক বেশি প্রভাব খাটাতে চাইলে টানাপোড়েন শুরু হয়। শেষ পর্যন্ত তার একসময়ের অনুগত রাজনীতিকরা মন্ত্রিসভা থেকেই পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।