ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় ৫৬ সৈন্যকে গুলি করে মারলো জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
সিরিয়ায় ৫৬ সৈন্যকে গুলি করে মারলো জঙ্গিরা

ঢাকা: সিরিয়ার সরকারি বাহিনীর ৫৬ সদস্যকে একসঙ্গে লাইনে দাঁড় করিয়ে গুলি করে মেরেছে জঙ্গিরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে বিমান বাহিনীর কাছ থেকে দখল নেওয়া একটি ঘাঁটিতে এ হত্যাকাণ্ড চালায় তারা।



দেশটির মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এসওএইচআর’র বরাত দিয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

এসওএইচআর জানায়, আবু আল-দুহুর নামে দখল করে নেওয়া ওই বিমানঘাঁটিতে ক’দিন আগে এ হত্যাকাণ্ড চালায় জঙ্গিরা। ৯ সেপ্টেম্বর ঘাঁটিটি পুরো দখলে নেয় আল-কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের জঙ্গিরা।

এসওএইচআর’র পরিচালক রামি আবদুলরহমান ফোনালাপে সাংবাদিকদের বলেন, আমরা গতকাল রাতে (শুক্রবার রাত) প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে নিশ্চিত হয়েছি, দণ্ড কার্যকরের নামে ৫৬ সরকারি সৈন্যকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। হত্যাকাণ্ডের কিছু ছবিও আমাদের কাছে পৌঁছেছে।

এ বিষয়ে সরকারি বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।