ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বিচ্ছিন্নতাবাদীদের ছুরিকাঘাতে পাঁচ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
চীনে বিচ্ছিন্নতাবাদীদের ছুরিকাঘাতে পাঁচ পুলিশ নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের একটি কয়লা খনি এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের ছুরিকাঘাতে অন্তত পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।



গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শিনজিয়াং প্রদেশের পশ্চিমাঞ্চলে সংঘাত-প্রবণ আকসু এলাকায় সোগান কয়লাখনিতে এ ঘটনা ঘটে বলে বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক রেডিও ফ্রি-এশিয়ার বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এক বিবৃতিতে চীনা সরকার বলেছে, দেশের পুলিশ বাহিনী ও কয়লাখনি মালিকদের ওপর সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

তবে এ ব্যাপারে শিয়াংজি প্রদেশের স্থানীয় সরকার ও জনপ্রশাসন বিভাগের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে চীনে। তবে দেশটির সরকার বেশিরভাগ ক্ষেত্রেই বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আনুষ্ঠানিক মন্তব্য বা বিবৃতি দেয়।

এর আগে গত জুনে কাশগড়ের ওল্ড সিল্ক রোড শহরে উইঘুর সম্প্রদায়ের ছুরি ও বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি চীনা সরকার।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।