ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে নতুন ঋণনীতি মঙ্গলবার, কমতে পারে সুদের হার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ভারতে নতুন ঋণনীতি মঙ্গলবার, কমতে পারে সুদের হার

ঢাকা: মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতে ঘোষণা করা হচ্ছে নতুন ঋণনীতি। এতে সুদের হার কমানো হতে পারে বলে জানাচ্ছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।



ঋণনীতি ঘোষণা করবেন ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর রঘুরাম রাজন। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নতুন ঋণনীতিতে রেপো (যে হারে বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক) সুদের হার কমতে পারে। এতে অন্যখাতেও কমে আসবে সুদের হার। ফলে কমবে জিনিস-পত্রের দাম। মূলত দশমিক ২৫ শতাংশ সুদের হার কমানো হতে পারে।

এদিকে, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য এ বিষয়ে জানান, তিনি মনে করেন সুদের হার কমানোর মতো পরিস্থিতি এখন ভারতে রয়েছে। শেয়ারবাজারে পতন, ডলারের তুলনায় রুপির দাম কমে যাওয়া এর জন্য কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।