ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে বিয়ে বাড়িতে সৌদি বিমান হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
ইয়েমেনে বিয়ে বাড়িতে সৌদি বিমান হামলায় নিহত ২৮

ঢাকা: ইয়েমেনে একটি বিয়ে বাড়িতে সৌদি নেতৃত্বে আরব রাষ্ট্রগুলোর যৌথবাহিনীর বিমান হামলায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।



সোমবার (২৮ সেপ্টেম্বর) বাব আল-মান্দব প্রণালীর কাছে আল-ওয়াহগা গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে ইয়েমেনী কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেছেন, ‘ভুলবশত’ এ হামলা পরিচালিত হয়েছে।

শিয়াপন্থি হুথি বিদ্রোহী ও সাবেক ইয়েমেনী প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহের অনুগত বাহিনী দমনে চলতি বছর ২৬ মার্চ থেকে ইয়েমেনে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলো। এ অভিযানে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।