ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিনায় নিহতদের ৪৬৪ জন ইরানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
মিনায় নিহতদের ৪৬৪ জন ইরানি ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় মিনার পদদলিত হয়ে শেষ খবর পর্যন্ত ৪৬৪ জন ইরানি নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।



কর্তৃপক্ষের দেওয়া এ সংক্রান্ত এক বিবৃতি প্রচারিত করে রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানায়, ঘটনার পর গত সাতদিন ধরে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শনের পর... দুঃখের সঙ্গে আমরা বলতে চাই... মিনায় নিহতদের মধ্যে ৪৬৪ জন ইরানি।

এছাড়া নিখোঁজ থাকা দেশটির হাজিদের খুঁজে পাওয়ার আর কোনো আশা নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মিনার বড় জামারাতে শয়তান স্তম্ভে পাথর ছোড়ার সময় পদদলিতের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত শতাধিক হাজির মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও নয় শতাধিক।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।