ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৩৫ শতাংশ পর্যন্ত কার্বন নিঃসরণ কমাবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
৩৫ শতাংশ পর্যন্ত কার্বন নিঃসরণ কমাবে ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: ২০০৫ সালের ত‍ুলনায় ২০৩০ সাল নাগাদ ৩৩-৩৫ শতাংশ পর্যন্ত কার্বন নিঃসরণের হার কমাবে ভারত। জলবায়ু পরিবর্তন নীতি সংক্রান্ত নিজস্ব ‘উদ্দীষ্ট জাতীয় অবদান নিধারণ’ বা ‘ইন্টেন্ডেড ন্যাশনালি ডেটারমাইন্ড কন্ট্রিবিউশন (আইএনডিসি)’ প্রকাশ করেছে দেশটি।

এতেই এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর ডিসেম্বরে প্যারিসে জলবায়ু সম্মেলনকে সামনে রেখে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করলো ভারত। বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমানোর উদ্দেশ্যে এই সম্মেলনে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত ‘ফ্রেমওয়ার্ক কনভেনশন’র (ইউএনএফসিসিসি) ১৯৬টি সদস্য রাষ্ট্রকে ১ অক্টোবরের মধ্যে নিজ নিজ আইএনডিসি জমা দিতে বলা হয়। এরই অংশ হিসেবে নির্ধারিত সময়ের শেষ দিনে ভারত তাদের লক্ষ্যমাত্রা জানালো।

এর সঙ্গে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশ ২০৩০ সাল নাগাদ অ-জীবাশ্ম জ্বালানী থেকে ৪০ শতাংশ পর্যন্ত শক্তি উৎপাদনের ব্যাপারেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

শুক্রবার (০২ অক্টোবর) ভারতের পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদেকার ৩৮ পৃষ্ঠার এই আইএনডিসি সম্পূর্ণরূপে প্রকাশ করবেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে জলবায়ু ইস্যুতে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে আইএনডিসি জমা দেয় বাংলাদেশ। এতে ২০৩০ সাল নাগাদ গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা হবে বলে জানানো হয়। এর মধ্যে শর্তহীনভাবে কমানো হবে ৫ শতাংশ। আর শর্ত সাপেক্ষে কমানো হবে ১৫ শতাংশ নিঃসরণ।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আরএইচ

** ২০ শতাংশ পর্যন্ত গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমাবে বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।