ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১৫ ছবি: সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ার রাজধানী আবুজায় দু’টি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪১ জন।



শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় সময় রাতে আবুজার উপকণ্ঠে কুজে ও নয়ায়া এলাকায় এ হামলা চালানো হয়। দেশটির জরুরি ব্যবস্থা বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম শনিবার (৩ অক্টোবর) এ খবর দিয়েছে।

জরুরি বিভাগ জানায়, কুজেতে স্থানীয় থানার পাশে জনসমাগম লক্ষ্য করে হামলা চালানো হলে সেখানে ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়। আর নুয়ায়াতে বাস টার্মিনাল লক্ষ্য করে হামলা চালানো হলে সেখানে দু’জন নিহত ও ২১ জন আহত হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হামলার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে বলেও জানায় জরুরি বিভাগ। এ হামলার জন্য স্থানীয় জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে সন্দেহ করছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।