ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনারের পদত্যাগ সুশান্তরঞ্জন উপাধ্যায়

ঢাকা: পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায়।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে।

মুখ্যমন্ত্রী দেশের বাইরে (ভুটানে) থাকায় রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এ বিষয়ে রাজ্যপাল কে এন ত্রিপাঠী জানান, পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

এদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে রাজ্য পরিবহনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পৌরসভার ভোট নিয়ে বিপাকে ছিল রাজ্য নির্বাচন কমিশন। তখন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায় বলেছিলেন, অভিযোগ এসেছে। সেগুলো খতিয়ে দেখা হবে।

কিন্তু এ জটিল সময় তার হঠাৎ চলে যাওয়ায় ৮ অক্টোবরের পুনর্নির্বাচন ও ৯ তারিখের গণনা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হলো।

এর আগে, পৌরভোট নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট পেশ করেন পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনার। দু’জনের মধ্যে প্রায় ঘণ্টাখানেক কথা হয়। তিন পৌরসভার ভোট ও পুর্ননির্বাচন নিয়ে রাজ্যপালকে বিস্তারিত রিপোর্ট দেন সুশান্তরঞ্জন। এরপরই পদ ছাড়েন তিনি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫, আপডেট ২১০৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।